জয়পুরহাট সদর ও শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫
মোঃ আবু সুফিয়ান মুক্তার।।
গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বৈকাল ৫.০০ টার জয়পুরহাট  শহরের শহিদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মিছিল শুরু করেন নেতাকর্মীরা। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।
এছারাও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ, শহর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।