কয়রায় রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ইউএনওর বাজার মনিটরিং। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫ অরবিন্দ কুমার মণ্ডল।। খুলনার কয়রায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ও বাজারের প্রধান সড়ক দখল করে যাতে মালামাল না রাখতে পারে সেই লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়েছে। ১ মার্চ শনিবার সকালে বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন, কয়রা থানার ওসি তদন্ত মোঃ শাহ আলম, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, সাধারণ সম্পাদক মোঃ আছাদুল ইসলাম সহ মনিটরিং কমিটির সদস্যবৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, পবিত্র রমজানে মাসে কোন ব্যবসায়ী যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের দাম বৃদ্ধি না করে তার জন্য নিষিদ্ধ করা হয়েছে। যদি কোন ব্যবসায়ী রমজানকে পুঁজি করে জিনিসপত্র বেশি দামে বিক্রি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া তিনি বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্যে রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। SHARES সারা বাংলা বিষয়: