কয়রায় মিথ্যা অভিযোগ করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন।। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫ মিথ্যা তথ্য প্রদান করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আক্কাছ আলী পুত্র মোঃ আজিজুল হক। ২ মার্চ রবিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন , গত ১ মার্চ জাকির হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য ও ক্ষতি করার জন্য এমন মিথ্যা সংবাদ সম্মেলন করেছে। প্রকৃত ঘটনা হলো যে, গত ৫ ডিসেম্বর সমিতির সকল সদস্যের উপস্থিতিতে আমাকে সভাপতি করে ৬ সদস্য বিশিষ্ট চাঁদ আলী মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের একটি কমিটি গঠন করা হয়। সমিতির অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করার সময় সকল সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত সংবাদ সম্মেলনকারী মোঃ জাকির হোসেন এই সমিতির সদস্য থাকাকালিন সময় সমিতির আইন বর্হিভূত কাজ করায় তাকে বহিষ্কার করা হয়। বর্তমানে সে উক্ত সমিতির সদস্য পদেও অন্তর্ভুক্ত নেই। তারপরেও সে আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে প্রপোগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঘোলহালিয়া গ্রামের মৃত লতিফ মিস্ত্রীর পুত্র মোঃ ফজলুর রহমান বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে চাকরি নেওয়ার সুবাদে এলাকায় হয়রানি মূলক বিভিন্ন কাজের সাথে জড়িত ছিলেন। তার নির্দেশে জাকির গংরা নাইলতোলা খালে অবৈধ ভাবে প্রবেশ করে লক্ষ লক্ষ টাকার মাছ মেরে নিয়েছে। তাছাড়া আমার খালের বাসায় আগুন দিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দোষীদের শাস্তির জন্য তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। SHARES সারা বাংলা বিষয়: