শ্যামনগরে কিউএনএস একাডেমী লন্ডন এর উদ্যাগে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫
মোঃ আরিফুজ্জামান আরিফ।।
সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ীতে মরহুম আলহাজ্ব সাবিলুর রহমানের বড় পুত্র লন্ডন প্রবাসী শায়েখ ড.আব্দুস সালাম আজাদী নিজ বাড়িতে ২শতাধিক গরীব, অসহায়, দুঃস্থ ও বিধবা নারীদের পরিবারে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২ মার্চ (রবিবার) সকাল ১০ টায় কিউএনএস একাডেমী লন্ডন এর আয়োজনে এবং লন্ডন প্রবাসী শায়েখ ড.আব্দুস সালাম আজাদীর ঐকান্তিক প্রচেষ্টায় ২ শতাধিক গরীব, অসহায়, দুঃস্থ ও বিধবা, রোজাদার ব্যক্তিদের/ পরিবারের প্রত্যেকের মধ্যে ১৫ কেজি চাল (মিনিকেট), ছোলা ২ কেজি, পেয়াজ ৩ কেজি, সয়াবিন তেল ২ লিটার, খেজুর ১ কেজি, আলু ৫ কেজি,
ইসপি পাউডার ড্রিংক (আম/কমলা) ২টি প্যাকেট, চিনি ১ কেজি, মুড়ি ২ কেজি,
ডাল (মুসর) ১ কেজি, লবণ ১ কেজি প্যাকেজিং ও ডেলিভারিপ্যাকেজ হিসেবে বিতরণ করা হয়।সাহরী ও ইফতার সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক গোলাম সরোয়ার, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। ভুক্তভোগীরা এ ধরনের সহায়তা পাওয়ায় কিউএনএস একাডেমী লন্ডন সংস্থা কে কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক ধন্যবাদ জানান।