শ্যামনগরে জাতীয় ভোটার দিবস পালিত। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫ মোঃ আরিফুজ্জামান আরিফ।। সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ( রবিবার) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সাবেক আহবায়ক সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, ইউপি চেয়ারম্যান জি এম আমজাদুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামাল, ছাত্র প্রতিনিধি মাসুম বিল্যাহ প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: