ভাঙ্গায় মোটরসাইকেল আরোহী দুর্ঘটনায় ১জন নিহত ১ গুরুতর আহত।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫

মোঃ রিপন শেখ।।
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় অদুদ ফকির (২৫) নিহত এবং রিয়াজুল ফকির (২৪) নামক গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত রিয়াজুল ফকিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত অদুদ ফকির মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের লোকমান ফকিরের পুত্র।রবিবার(২ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে ফরিদপুর- বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা এলাকার আড়ুয়ামাঠ নামক স্থানে এই ঘটনাটি ঘটে ।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মাদারীপুরের টেকেরহাট থেকে ভাঙ্গাগামী একটি মোটর সাইকেল ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়ামাঠ  নামক স্থানে এলে একটি অজ্ঞাত গাড়ি মোটর সাইকেল আরোহী কে পিছনে থেকে ধাক্কা দিলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে গেলে মোটরসাইকেল চালক অদুদ ফকির ও আরোহী রিয়াজুল ফকির। তাদের কে উদ্ধার করে  ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক অদুদ ফকিরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় রিয়াজুল ফকিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অদুদ ফকিরের বন্ধু মাদারীপুরের রাজৈরের বাসিন্দা সিফাত শরীফ তিনি জানান, রাজৈরে থেকে ইফতারি শেষ করে চাচা ভাতিজা মোটরসাইকেল যোগে ভাঙ্গা আসছিল। পরে মোটরসাইকেল দুর্ঘটনায় চাচা অদুদ ফকির  মারা গেছে। ভাতিজা রিয়াজুল ফকিরকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় অদুদ ফকির ও রিয়াজুল ফকিরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অদুদ ফকিরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিয়াজুল ফকিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
অজ্ঞাত গাড়িটির সন্ধান চলছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।