ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যের হাট বসানো হয়েছে।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫
রবিন ঈশ্বরগঞ্জ।।
মাহে রমজানে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যের হাট বসানো হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে ১লা রমজান থেকে ২৫টি সুলভ মূল্যে দোকান বসানো হয়। বাজার দর হতে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে ক্রেতারা দোকানে ভিড় জমাচ্ছেন।
স্থানীয় প্রশাসনের উদ্যোগে বসানো এই হাটে কম দামে পণ্য বিক্রি করা হচ্ছে। ফলে নিম্ন আয়ের মানুষ সহজেই তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারছেন। এই হাটে প্রতি দিন শত শত মানুষ ভিড় করছেন।