বকশীগঞ্জে শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৪ সামরুল হক, বকশীগঞ্জ। বর্তমান জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ ও শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জ নিলক্ষিয়া আর,জে পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের সাথে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভোকেশনাল হলরুমে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিলক্ষিয়া আর,জে পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুজাউদ্দিনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক ছামিউল হক তোতা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোফাজ্জল হোসেন মিস্টার, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক নৌরুজ মিয়া, অভিভাবক সদস্য আনোয়ার হোসেন, গোলাম রাব্বানী, ফজলুল হক,সুমি বেগম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম প্রমুখ। সে সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার বলেন , শিক্ষার্থীদের লেখাপড়ায় ফাঁকি দেয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক,টিকটক,ইন্টারনেট শিক্ষার্থীরা এসব দিকে অতিমাত্রায় আকৃষ্ট হয়ে পড়ার কারণে লেখাপড়ায় অমনোযোগি হয়ে পড়ছে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব প্রদানে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা লেখাপড়ায় ফাঁকি দিচ্ছে কিনা সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বিদ্যালয়ের পাশাপাশি বাড়িতেও লেখাপড়া করছে কিনা সেদিকেও অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, অভিভাবকরা নিয়মিত খোঁজ খবর রাখবেন আপনাদের ছেলে মেয়ে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয় নাকি। SHARES সারা বাংলা বিষয়: