কালা ভুনা খেয়েই শহিদুল ইসলাম করলেন বাজিমাৎ, পেলেন ১০০সিসি মোটর সাইকেল।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫

মোঃ নুরুন্নবী মিয়া।।

১৮০ টাকা প্লেট কালাভুনা খেয়ে সুন্দরগঞ্জের শহিদুল ইসলাম জয় করলেন ১০০ সিসি রানার মোটরসাইকেল। দেবী চৌধুরানী বাজারে চৌধুরানী-জালালগঞ্জ রোডে অবস্থিত রিয়াদ হোটেল এন্ড রেষ্টুরেন্টে মাসব্যাপী চলা বিশেষ অফারে ১৮০ টাকায় এক প্লেট ভাত,ছয় প্রকার ভর্তা আর ডাল খেয়ে গত ১০ই ফেব্রুয়ারী একটি কুপন সংগ্রহ করেন।২৫শে ফেব্রুয়ারী অনুষ্ঠিত লটারীতে ১০০ টি পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হিসাবে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১নং বামনডাঙ্গা ইউনিয়নের উত্তর হাতীবান্ধা গ্রামের মোঃ শহিদুল ইসলাম(৪৫) একটি ১০০সিসি রানার মোটরসাইকেল পান।তিনি পেশায় একজন আমিন।শহিদুল ইসলাম জানান তিনি চৌধুরানী হাটে কাজের জন্য গিয়ে রিয়াদ হোটেল এন্ড রেষ্টুরেন্টের ব্যানারে  কালাভুনা খেলেই মোটরসাইকেল উপহার লেখা দেখে বাজারের খরচ কাটছাট করে ১০ই ফেব্রুয়ারী কালাভুনা দিয়ে রিয়াদ হোটেলে ভাত খান।বিল পরিশোধ করত

 গেলে হোটেলের মালিক তার হাতে একটি লিটারির কূপন ধরিয়ে দেন।এর অর্ধেক অংশে নিজের মোবাইল নাম্বার লিখে কুপন বাক্সে ফেলেন বাকী অর্ধেক বাড়িতে এসে স্ত্রীকে দিয়ে যত্ন করে রাখতে বলেন।লটারি অনুষ্ঠানের দিন তিনি ১০০টি পুরস্কারের মধ্যে ৯৯ টি কুপন উঠা পর্যন্ত সেখানে ছিলেন।হতাশ হয়ে পার্শ্ববর্তী একটি দোকানে মোবাইলে চার্জ না থাকায় ফোন বন্ধ করে চার্জে দিয়ে অন্যত্র চলে যান।ফোন অন করার পর তার বন্ধু ফোন করে তাকে বলেন তিনি প্রথম পুরস্কার হিসাবে ১০০সিসি মোটরসাইকেল পেয়েছেন। তিনি আরো জানান জীবনে অনেক লটারির টিকিট কিনেছেন কিন্তু কপালে কিছুই জোটেনি। এবার আল্লাহর রহমতে চৌধুরানী রিয়াদ হোটেল এন্ড রেষ্টুরেন্টে কালা ভুনা খেয়ে মোটরসাইকেল উপহার পাবেন এটা তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে।
রিয়াদ হোটেল এন্ড রেষ্টুরেন্টের মালিক আইয়ুব আলী জানান-আমি শখের বশে এই মাসব্যাপী চলা কালাভুনার এই লোভনীয় অফারটি দেই।আমি আমার কথা রেখেছি প্রথম পুরস্কার মোটরসাইকেল সহ মোট ১০০ জনকে লিটারির মাধ্যমে নির্বাচিত করে তাদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।আগামীতে এর চেয়েও ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করবো।