কয়রায় যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫

অরবিন্দ কুমার মণ্ডল।।

খুলনার কয়রায় সরকারী যাকাত ভান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৪ মার্চ মঙ্গলবার  সকালে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বিআরডিবীর হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ এনমুল হকের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা আইয়ুব আলী, ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার হাফেজ মনিরুজ্জামান প্রমুখ।