ভাঙ্গায় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫ মোঃ রিপন শেখ।। ফরিদপুরের ভাঙ্গায় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে এবং একটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এমন ঘটনাটি ঘটে মঙ্গলবার(৪ মার্চ) সকালে ভাংগা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া গ্রামে। এঘটনায় দুই পক্ষের ২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং অন্যজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, মুন্নু মিয়ার আপন চাচাতো ভাই মিন্টু মিয়ার সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে মিন্টু মিয়া কিছুদিন যাবৎ দিন রাত তার ঘরের মধ্যে উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজিয়ে রাখে তার চাচাতো ভাই মন্নু মিয়াকে বিরক্ত করার জন্য। মন্নু মিয়া নিষেধ করার পরেও তার চাচতো ভাই তাতে কর্নপাত করেনি। এঘটনায় সোমবার রাতে তাদের দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং মিন্টু মিয়া ও তার লোকজন মন্নু মিয়াকে মারধর করে। পরবর্তীতে মঙ্গলবার সকালে মন্নু মিয়ার বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে মন্টু মিয়ার লেকজন। এবিষয়ে মুন্নু মিয়ার স্ত্রী সুমি বেগম অভিযোগ করে বলেন, বলেন,আমার ঘরের সাথে এ চাচাতো ভাই মিন্টু মিয়ার সাথে জায়গা জমি বিষয় নিয়ে শত্রুতা রয়েছে। এ চাচাতো ভাই দিন রাত ২৪ ঘন্টা টিভি সাউন্ড বক্স শব্দ করে বাজার রাতে আমরা ঘুমাতে পারিনা আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না। এই পবিত্র মাহে রমজানে এত শব্দ করে টিভির বক্স শব্দ করে বাজানো নিষেধ করা হলে আমার স্বামীকে মারধর করেছে এবং আমাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে গেছে। এবিষয়ে মিন্টু মিয়া বলেন, আমি নামাজের সময় সাউন্ড বক্স বন্ধ রাখি এবং মন্নু মিয়ার বাড়িঘর ভাংচুর ও লুটপাটের বিষয়টি তিনি অস্বীকার করেন। এবিষয়ে ভাংগা থানার তদন্ত ওসি ইন্দ্রজিৎ মল্লিক জানান, এবিষয়ে দুই পক্ষের অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছে। । তদন্তের রিপোর্ট সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। SHARES সারা বাংলা বিষয়: