বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বামনডাঙ্গায় আনন্দ মিছিল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫ মোঃ নুরুন্নবী মিয়া।। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটিকে সংবর্ধনার মাধ্যমে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপি সহ, ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবক দল,কৃষক দল,শ্রমিক দল ও ওলামা দলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ ) সন্ধ্যায় বামনডাঙ্গা ইউনিয়নের হলমোড় বিএনপির অফিস চত্বর থেকে বিভিন্ন স্লোগানে আনন্দ মিছিলটি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। গত ২মার্চ সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ বাবুল আহমেদ ও সদস্য সচিব মোঃ মাহমুদুল ইসলাম প্রামানিক এর স্বাক্ষরিত পত্রে ৫ সদস্য বিশিষ্ট বামনডাঙ্গা ইউনিয়নের আংশিক কমিটি ঘোষনা করা হয়। আংশিক কমিটিতে আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে এম এ গাফফার মোল্লা ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোঃ সাগির খান। এছাড়াও কমিটিতে মোঃ সাগর দেওয়ান, মোঃ মমতাজুর রহমান ও মোঃ রফিকুল ইসলাম কে যুগ্ম আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। SHARES সারা বাংলা বিষয়: