চাটখিলে বসত ঘরে আগুন, সালিশ বৈঠকের নামে প্রতারণা, ঘরের মালিকে গ্রেফতার, এলাকায় চরম উত্তেজনা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫ মোঃ হানিফ।। চাটখিল উপজেলার পুরুষোত্তমপুর আজিজ পাটোয়ারী বাড়িতে শাহাজাহান পাটোয়ারীর ঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় শাহাজাহান পাটোয়ারী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পাশাপাশি দুর্বৃত্তদের পক্ষ থেকে শাহাজাহান পাটোয়ারী সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দায়ের করা হয়। থানা পুলিশ দুপক্ষের অভিযোগের ভিত্তিতে সালিশ বৈঠকের নামে প্রতারণার মাধ্যমে গত মঙ্গলবার বিকেলে শাহাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে এসআই শাহাজাহান এর নেতৃত্বে একদল পুলিশ শাহাজাহান পাটোয়ারীকে মামলা রেকর্ডের কথা বলে থানায় নিয়ে আসে। সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য মাকসুদুর রহমান ও শাহজাহান পাটোয়ারীর মেয়ের জামাই রুবেল হোসেন থানায় গেলে তাদেরকে বলা হয় শাহাজাহান পাটোয়ারীর বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে গেছে, তাই তাকে ছাড়া যাবে না। পুলিশের এই প্রতারনা ও পক্ষপাতিত্বের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্র ও শাহাজাহান পাটোয়ারীর দায়ের করা অভিযোগে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে শাহাজাহান পাটোয়ারীর ঘরে দুর্বৃত্তরা আগুন দেয়। স্থানীয় লোকজন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় শাহাজাহান পাটোয়ারীর ঘরে ২ লাখ টাকার ক্ষতি হয় বলে তিনি অভিযোগ করেন। এ সময় স্থানীয় লোকজন আগুন দেওয়া এক দুর্বৃত্ত আমিনুর রহমান সুমন (২৮) কে আটক করে মারধর করে । সুমনের আত্মীয়স্বজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে থানায় সোপর্দ না করে তাদের কাছে দেওয়ার জন্য কান্নাকাটি করে। তখন স্থানীয়রা সুমনকে থানায় না দিয়ে তার আত্মীয় স্বজনের কাছে তুলে দেয়। এই ঘটনার পর থেকে ঢাকায় বসবাসরত সুমনের বোন নাজমা আক্তার শাহাজাহান পাটোয়ারীকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। তাকে মামলা মোকদ্দমায় জড়িয়ে হেস্তনেস্ত করে ও গুম খুনের হুমকি দেয় বলে শাহাজান পাটোয়ারী অভিযোগ করেন। এরপর গত শুক্রবার বিকেলে শাহাজাহান পাটোয়ারী দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর থানা পুলিশের মাধ্যমে জানতে পারে সুমনদের পক্ষ থেকে তার বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করা হয়েছে। এই ঘটনার বিষয়ে গত সোমবার দুপুরে থানায় এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় ইউপি সদস্য মাকসুদুর রহমান সহ স্থানীয় সালিশগণ উপস্থিত ছিলেন। সালিশদের সামনে দুপক্ষের সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করেন। সেদিন ঘটনাটি মিমাংসা না হওয়ার পর থানা পুলিশ তাদেরকে আরো একদিন সময় দিয়ে স্থানীয় ভাবে মিমাংসা করার জন্য নির্দেশ দেয়। না হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে এস আই শাহাজাহান এর নির্দেশে ইউপি সদস্য মাকসুদুর রহমান দুপক্ষকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসার জন্য বলেন। শাহাজাহান পাটোয়ারী ও তার লোকজন ইউনিয়ন পরিষদে আসলেও সুমন ও তার পক্ষের কেউ না আসায় সালিশ বৈঠক শুরু হয়নি। বিকেল সাড়ে তিনটার দিকে এস আই শাহাজাহান পুলিশ নিয়ে ইউনিয়ন পরিষদে আসেন। সেখানে এসে তিনি জানান সুমন যেহেতু আসেনি মামলা রেকর্ড করার জন্য শাহাজাহান পাটোয়ারীকে থানায় যেতে হবে। এই কথা বলে তাকে থানায় নিয়ে আসা হয়। পরে সন্ধ্যায় ইউপি সদস্য মাকসুদুর রহমান ও শাহাজাহান পাটোয়ারীর মেয়ের জামাই রুবেল হোসেন থানায় আসলে তাদেরকে জানানো হয় শাহাজাহান পাটোয়ারীর বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে গেছে, তাকে ছাড়া যাবে না। বুধবার দুপুরে পুলিশ শাহাজাহান পাটোয়ারীকে আদালতে প্রেরণ করেছে। ইউপি সদস্য মাকসুদুর রহমান ও শাহাজাহান পাটোয়ারীর মেয়ের জামাই রুবেল হোসেনসহ এলাকার অনেকেই অভিযোগ করে বলেন, পুলিশ কারো ধারা প্রভাবিত হয়ে মোটা অংকের টাকার বিনিময়ে শাহাজাহান পাটোয়ারী কে প্রতারণার মাধ্যমে গ্রেফতার করেছে। তারা এই ব্যাপারে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন। এই ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। যারাই তার কাছে এই বিষয়ে জানতে চান তিনি তাদেরকে দুর্বৃত্তকে মারধর করার ভিডিওটি পাঠান। শাহাজাহান পাটোয়ারীর ঘরে অগ্নিকান্ডের ছবি থাকলেও কাউকে দেননি। চাটখিল থানা পুলিশের কর্মকান্ডে মনে হচ্ছে কারো ঘরে আগুন দেওয়া কোন অপরাধ নয়। SHARES সারা বাংলা বিষয়: