চাচা বাড়ি ঘর সাজানো কেন? আমার হেনা কোথায় বাংলা সিনেমার ডায়ালগ ভাইরাল ফেসবুক টিকটকে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫
নুর নবী রাসেল।।
বাংলা সিনেমার জনপ্রিয় ছবি প্রেমের সমাধি এই ছবিটিতে অভিনয় করেছিলেন বাপ্পারাজ,শাবনাজ,অমিত হাসান এবং আনোয়ার হোসেন সহ অনেকে। বাপ্পারাজ হেনা (শাবানাজ) এর সাথে দীর্ঘদিন যাবত প্রেম করেছিলেন। তখন বাপ্পারাজ বিয়ের মার্কেটিং করার জন্য গেলে ফিরে এসে বাড়ি ঘর সাজানো হেনার বিয়ে হয়ে গেছে। তখন বাপ্পারাজ এসে দেখে হেনার বাড়ি ঘর সাজানো আছে কিন্তু হেনা নায়। ঠিক তখন বাপ্পারাজ বলে চাচা বাড়ি ঘর সাজানো কেন আর হেনা কোথায় আর তখন আনোয়ার হোসেন বলে হেনার বিয়ে গেছে। আর এই জনপ্রিয় ডায়ালগ এখন ভাইরাল, ফেসবুক টিকটক কাপাচ্ছে।
জনপ্রিয় ফেসবুক এবং টিকটকে ভাইরাল এই ডায়ালগ ফেসবুক এবং টিকটকে গেলে শুধু সামনে আসে এই ডায়ালগ অনেকে আবার এটি নিয়ে নাটক, গানেও ফুটে উঠছে এই জনপ্রিয় ডায়ালগটি। অনেকে আবার এটি নিয়ে ক্ষুদে অভিনয়ও করে পেলেছে। এত ভাইরাল হবে এটি মনে হয় জানতেন না নেটেজিংরাও।
সোস্যাল মিডিয়ায় এখন রীতিমত বিনোদনের উৎস হয়ে উঠছে বাড়ি ঘর সাজানো কেন চাচা হেনা কোথায় এই ডায়ালগটি। তরুন, তরুনীর মাঝে যেখানে সেখানে এই ডায়লগটি চলে রীতিমত। এখন ফেসবুক টিকটকে জনপ্রিয় শিল্পী,কনটেন ক্রিয়েটর সহ সর্বক্ষেত্রে তৈরি করা শুরু করেছে স্বল্প আকারে ভিডিও।