কেন্দুয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

কোহিনূর আলম।।

অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, প্রতিপাদ্যে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে র‌্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য ও সাংবাদিক রহমান জীবনসহ উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসে প্রশিক্ষণরত নারী প্রশিক্ষনার্থীবৃন্দ । এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক বাংলাদেশ সমাচারের উপজেলা প্রতিনিধি কোহিনূর আলম, দৈনিক অনুসন্ধানের উপজেলা প্রতিনিধি শাহ আলী রিপন তৌফিক, দৈনিক মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি মো. রুকন উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারীবৃন্দ , প্রশিক্ষনার্থীবৃন্দ ও সুধীজন । এর আগে নারী নেতৃত্ব , বিভিন্ন ক্ষেত্রে নারীর বলিষ্ঠ অবদান ও উন্নত প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মানে নারীর ভূমিকা বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার । সভায় বক্তরা নারীর সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, নারীদের সবার আগে প্রয়োজন নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং সেটা পরিবার থেকেই শুরু করতে হবে । তাহলেই দেশ ও জাতি এগিয়ে যাবে স্বমহিমায় ।