রামপালে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

শেখ মাসুম বিল্লাহ।।

অধিকার সমতা ক্ষমতায়ণ, নারী ও কন্যার উন্নয়ন ” প্রতিপাদ্যকে সামনে রেখে রামপাল উপজেলায় শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রামপাল উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা’র সভাপতিত্বে অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী , এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবক কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, জাতীয় নাগরিক কমিটির রামপাল উপজেলা শাখার প্রতিনিধি মাজিদুল রহমান জুয়েল প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ, রামপাল প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকারি বেসরকারি কর্মকর্তা, এনজিও কর্মকর্তা সহ মহিলা উদ্যোক্ত ও সেলাই প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।