বাগাতিপাড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫

মোঃফজলে রাব্বি।।

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালিত হয়েছে। সোমবার (১০মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনিক ভবনের সামনে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) এর আয়োজনে র‍্যালি, ভূমিকম্প-অগ্নিকান্ড করণীয় বিষয়ক মহড়া ও আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হা- মীম তাবাসসুম প্রভা। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সুরাইয়া মমতাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার, উপজেলা কৃষি অফিসার ডা. ভবসিন্ধু রায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন অফিসার ফজলুর রহমান প্রমুখ।