‎বেলকুচিতে ধর্ষকের কঠিন শাস্তি ও নারীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫

‎মনিরুল ইসলাম।।

‎সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দেশব্যাপী নারীদের বিরুদ্ধে ধর্ষন ,সহিংসতা, নিপীড়ন ,দমন , ইভটিজিং ও ধর্ষকের তঠিন শাস্তি ও নারীদের নিরাপত্ত দাবীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‎ ‎১১ই মার্চ মঙ্গলবার সকাল ১১ঃ০০ ঘটিকায় মুকুন্দগাঁতি বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ থেকে আনুষ্ঠানিক ভাবে বের হয়ে সবাই উচ্চস্বরে শ্লোগান বলেন -তুমি কে আমি কে? আসিয়া আসিয়া , দাবি মোদের একটাই ধর্ষণকারীদের ফাঁসি চাই, রশি লাগলে রশিনে দর্শনকারীদের ফাঁসি দে ,ধর্ষণকারীদের আস্তানা এই বাংলায় হবে না এই সমস্ত স্লোগানে বেলকুচি উপজেলার বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া ছাত্রছাত্রী জনতার কন্ঠে মুখরিত ছিল বেলকুচি উপজেলার প্রদক্ষিণরত সকল রাস্তা ‎ ‎মিছিলটি মুকুন্দগাতি মহিলা ডিগ্রী কলেজ হয়ে বেলকুচি সরকারি কলেজ মুকুন্দগাতি বাজার চালা হয়ে বেলকুচি উপজেলায় গিয়ে সমাপ্তি হয় । ‎ ‎এ সময়ে বেলকুচি উপজেলার ছাত্র সমন্বয়ক মুসা হাসেমি বক্তব্য রাখেন ,তিনি বলেন, দেশে পূর্বেও নারীদেরকে ধর্ষণকারীরা বিভিন্ন সময় ধর্ষণ হেনস্থা ইভটিজিং করেছে দেশে তাদের যথাযথ সঠিক বিচার না হওয়ায় তারই ধারাবাহিকতায় বর্তমান সময়ে ৫ -৭ -৮ বছর এবং যুবতী ও বয়স্ক সকল নারী ধর্ষণের অভিযোগ উঠেছে ,সেই লক্ষ্যে তিনি নারী দর্শনকারীদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা ব্যক্ত করেন । ‎ ‎এছাড়াও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী সকল জনতা বক্তব্য রাখেন, সকলে অভিযোগ করেন যে, বর্তমান সময়ে নারী ধর্ষণ ,নির্যাতন ,নিপীড়ন , এবং নারীদেরকে অনলাইনে হেনেস্তা মানহানিজনক সকল ব্যাপারে বর্তমান সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান । ‎ ‎তাহারা আরো বলেন দেশে নারী দর্শন থেকে শুরু করে কোন অপরাধকারী অপরাধ করে যাতে পার পেয়ে না যান তার জন্য বিশেষ আহবান জানান ।