কয়রায় প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে ঘাস কাটা মেশিন বিতরণ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫ অরবিন্দ কুমার মণ্ডল।। খুলনার কয়রায় প্রাণী সম্পদ ও ডেয়ারী উন্নয়ন প্রকল্পের আওতায় পিজি সদস্যদের মাঝে ঘাস কাটা মেশিন বিতরণ করা হয়েছে। ১২ মার্চ বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে প্রাণীসম্পদ ও ডেয়ারী উন্নয়ন প্রকল্পের আওতায় (এলডিডিপি) ৪০ জন খামারির মাঝে ৬ টি ঘাস কাটা মেশিন বিতরণ করা হয়। উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ শুভ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ হাসান ফেরদৌস কমল, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, এস এম আব্দুর রউফসহ প্রাণীসম্পদ দপ্তরের এল এফ এ,ডি; এফ এ,এফ এ,এল এস সি বৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও কৃষক বৃন্দ। SHARES সারা বাংলা বিষয়: