লালপুরে অবৈধ ইটভাটায় অভিযান বন্ধের দাবিতে সড়ক অবরোধ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫ ইব্রাহিম হোসেন।। নাটোরের লালপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের চলমান অভিযান বন্ধের দাবিতে ঈশ্বরদী- বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ইটভাটার মালিক ও শ্রমিকরা। বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২ টায় উপজেলার রামকৃষ্ণপুর চিনিরবটতলা মোড়ে জড় হয়ে বিক্ষোভ করেন তাঁরা। প্রায় ৪৫ মিনিট ধরে অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে অভিযান বন্ধের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। অবরোধকারীরা জানান, সম্প্রতি হাইকোর্টের নির্দেশে সকাল থেকে উপজেলার চামটিয়া এলাকার এএমডি ভাটার কিছু অংশ ভেঙে দেয় এবং দুই লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর। বাকি ভাটাগুলোতে অভিযান বন্ধের দাবিতে উপজেলার রামকৃষ্ণপুর চিনিরবটতলা এলাকায় মালিক ও শ্রমিকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। আন্দোলনকারী ভাটা মালিক হাফিজুল ইসলাম ও ইউসুফ আলী বলেন, হঠাৎই প্রশাসন ইটভাটাগুলোয় অভিযান চালিয়ে ভাটা গুঁড়িয়ে দিচ্ছে, জরিমানা করছে। এভাবে ভাটা ভেঙে দিলে তো সবাই পথে বসবো। আমাদের ইন্ডাস্ট্রি এই ভাটা বন্ধ হয়ে গেলে এঅঞ্চলের হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে। এজন্য সকল ভাটাকে লাইসেন্সের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। ভবিষ্যতে আর যেন নতুন করে ইটভাটা ভাঙা না হয় সেজন্য প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। এবিষয়ে নাটোর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রফিকুল ইসলাম বলেন, উপজেলার চামটিয়া এলাকার এএমডি ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনবল সংকটের কারণে অভিযান স্থগিত করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে SHARES সারা বাংলা বিষয়: