মেহেরপুরের বুড়িপোতা ১,২,৩ ও ৪ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন ও ইফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫

মাহাবুল ইসলাম।।

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ১,২,৩ ও ৪ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ইউনিয়ন পরিষদের কার্যালয় এই সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সদস্য এম এ কে খায়রুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ফয়েজ মোহাম্মদ। এছাড়াও এসময় জেলা বিএনপি’র সদস্য আলমগীর খান সাতু,ওমর ফারুক লিটন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুল হক লাভলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, বিএনপি নেতা আব্দুল লতিফ, নাসির উদ্দীন, মোশিউল আলম দ্বীপু, দাবির হোসেন, ইসমাইল শাহ, ফরিদ উদ্দিন প্রমুখ। সম্মেলন, ইফতার ও দোয়া মাহফিলের সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকশেদ আলী। বুড়িপোতা ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলনে নতুন কমিটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম রেজা, ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাতেমীন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপির মনিরুজ্জামান সেন্টু, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম খোকন নির্বাচিত হন।