বড়াইগ্রামে বিভিন্ন জাতের আঠারো শ’ গাছ কেটে ফেলার অভিযোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২৪ মোঃ সৈকত হোসেন,নাটোর ।বড়াইগ্রামে প্রকাশ্যে দিনের বেলায় এক হাজার ৮০১ টি আম, সুপারী, কলা ও খেজুর গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিকে গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার উপজেলার বনপাড়ায় সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী ব্যক্তি। এর আগে তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, বনপাড়া মহল্লার ব্যবসায়ী আব্দুল কাদের পাঠান ১১ বছর আগে মশিন্দা গ্রামের মৃত শাহজাহান গাজীর স্ত্রী জাহানারা বেগমের কাছ থেকে ৬ লাখ টাকা দামে ৩৩ শতাংশ জমি কিনেন। কালিকাপুর মৌজার ১০৭৪ হালদাগের ওই জমিতে তিনি পরবর্তীতে এক হাজার কলা, তিনশ’ আম্রপালী জাতের আম ও ৫শ’টি সুপারি ও একটি খেজুরের চারা রোপণ করেন। গত ২৪ ফেব্রুয়ারী মালিপাড়া গ্রামের আজিজ মিয়াজী ও তার ছেলে শামীম মিয়াজী লোকজনসহ প্রকাশ্যে ওই বাগানে গিয়ে সবগুলো গাছ কেটে ফেলেন। পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় কমপক্ষে ১১ লাখ ১২ হাজার ৫শ’ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ বাগান মালিক আব্দুল কাদের পাঠান। এ ব্যাপারে অভিযুক্ত শামীম মিয়াজী বলেন, জমির মালিক জাহানারা বেগম আমার শ্বাশুড়ি। সে হিসাবে ওই জমি আমি পাই। তাই আমার জমি আমি গাছ কেটে পরিষ্কার করেছি। তবে শ্বাশুড়ির বিক্রি করা জমির কিভাবে মালিক হন জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি।বিক্রেতা জাহানারা বেগম বলেন, আমি টাকার প্রয়োজন হওয়ায় জমিটি বিক্রি করেছিলাম। মেয়ে জামাইকে আমি কোন জমি দেইনি। সে গাছ কেটে অন্যায় করেছে।বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। SHARES সারা বাংলা বিষয়: