বটিয়াঘাটার ভান্ডারকোট ইউনিয়নে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫
মোঃ মাসুম বিল্লাহ রায়হান।।
বটিয়াঘাটার ভান্ডারকোট ইউনিয়নের ভান্ডারকোট বটতলা থেকে ভান্ডারকোট বাজার হয়ে ভান্ডারকোট পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত ইটের সোলিং পূর্ণ রাস্তার সংস্কারের দাবিতে পরিকল্পিত ভান্ডারকোট ফোরামের ব্যানারে মানববন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
১৭ই মার্চ রোজ সোমবার এই মানববন্ধন অনুষ্ঠিত হয়, উক্ত মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়, ভান্ডারকোট বাজার থেকে ভান্ডারকোট পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত ইটের সোলিং রাস্তা প্রায় তিন কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী এছাড়াও বর্ষা মৌসুমে এ রাস্তা ব্যবহার অনুপযোগী হয়ে উঠে এই এলাকায় সিংহ ভাগ মানুষের এই রাস্তায় যাতায়াত করে তাছাড়া এলাকাবাসীর দাবি উক্ত রাস্তাটি বিগত সরকারের আমলে কেউ কখনও সংস্কার করেনি বলে এমন অবস্থা। উক্ত মানববন্ধনে এলাকাবাসী আরো বলেন, আসছে বর্ষা মৌসুমের আগে যদি এই রাস্তাটি সংস্কার করা না হয়, তাহলে এই এলাকায় সিংহ ভাগ ছাত্র ছাত্রী ও ব্যবসায়ীদের চরম ভোগান্তিতে পড়তে হবে। তাই এলাকাবাসী দাবি এই রাস্তাটি যেন দ্রুত সংস্কার করার জন্য ব্যাবস্থা গ্রহন করা হয়।