কেন্দুয়ায় নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরামের মতবিনিময় সভা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

কোহিনূর আলম।।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নাগরিক প্ল্যাটফর্মের সাথে যুব ফোরামের স্থানীয় প্রেক্ষাপট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১৮ মার্চ) সকালে স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজন ও বাস্তবায়নে এবং সুইডেনের আর্থিক সহায়তায় কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় উপজেলা যুব ফোরামের আহ্বায়ক হিরন মিয়ার সভাপতিত্বে ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির জেলা সমন্বয়কারী সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা নাগরিক ফোরামের সদস্য রাখাল বিশ্বাস । এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা যুব ফোরামের সদস্য শুভ চৌধুরী, আমিনুল ইসলাম বুলবুল প্রমুখ । প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশে চলমান খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, রাহাজানি, মারামারি-হানাহানি এবং অসহায় ও অধিকার বঞ্চিত মানুষসহ সমাজের বিভিন্ন অসঙ্গতি দূরীকরণের তাগিদ থেকে মূলত এই আলোচনা সভা । আমরা চাই সবার অংশগ্রহণ ও সহযোগিতায় বিশেষ করে যুবদের সক্রিয় ভূমিকায় দেশ ও সমাজ আরো সুন্দর ও নিরাপদ হোক । ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন যেনো অটুট থাকে সেই প্রত্যাশা করি সব সময় । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব ফোরামের সদস্যবৃন্দ, নাগরিক ফোরামের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ ।