নাসিরনগরে ইসলামি ফ্রন্টের উদ্যোগে পবিত্র বদর দিবস উদযাপন ও ইফতার মাহফিল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫
মোহাম্মদ সাইফুল ইসলাম।।
ইসলামের ইতিহাসে  স্বরণীয় ঐতিহাসিক পবিত্র বদর দিবস উপলক্ষে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের একক রাজনৈতিক সংগঠন ইসলামি ফ্রন্ট বাংলাদেশ সহ ইসলামি  যুবসেনা ও ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগরে  উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮ই মার্চ)  ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার  আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল নাসিরনগর প্রশিকা হলরুমে অনুষ্ঠিত হয়। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি পীরে তরিকত গোলাম মোহাম্মদ খানের সভাপতিত্বে
ও বাংলাদেশ ইসলামী যুবসেনার নাসিরনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরে আলম রেজা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব এড.আলহাজ্ব কাজী ইসলাম উদ্দিন দুলাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি জনাব শাহ মোহাম্মদ সেলিম, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের নাসিরনগর উপজেলা শাখার সদস্য সৈয়দ শওকত ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি যুবসেনার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাছুম বিল্লাহ আশরাফী, বাংলাদেশ ইসলামি ফ্রন্টের নাসিরনগর সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাওলানা হোসাইন আশরাফী,বাংলাদেশ ইসলামি যুবসেনার নাসিরনগর উপজেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক মাওলানা মাসুদ ভূইয়া, বাংলাদেশ ইসলামি ছাত্রসেনার নাসিরনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মো.শাহীন, সাংগঠনিক সম্পাদক পীরজাদা রায়হানুল আজিজ সহ জেলা, উপজেলা ও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা রাখেন।
ইফতার মাহফিল ও বদর দিবসের আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের ব্রাহ্মণবাড়ীয়া জেলা শাখার সাধারণ সম্পাদক পীরে তরিকত হযরত মাওলানা মোস্তাক আহমেদ আল-ওয়ায়েসী।
বক্তারা ঐতিহাসিক পবিত্র  বদর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং ইসলামে পবিত্র  বদর দিবসের চেতনা প্রত্যেক মুসলমানের মধ্যে লালন করার অনুপ্রেরণা মূলক বক্তব্য  প্রদান করেন ।
উক্ত অনুষ্টানে ইসলামি ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার সকল সদস্য এবং বিভিন্ন সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সাধারন মানুষ স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শেষে মিলাদ-কিয়াম ও মুনাজাতের মাধ্যমের পর উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরন করা হয়।