মিঠাপুকুরে ধর্ষক আলমের ফাঁসির দাবিতে মানববন্ধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫
মো: সজল সরকার।।

ধর্ষক আলম মিয়ার ফাঁসির দাবিতে  মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে সোনার বাংলা আদর্শ স্কুলের আয়োজনে গতকাল বুধবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

এলাকাবাসি ও মিঠাপুকুর থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার চিথলী পশ্চিমপাড়া গ্রামের জয়ন্ত চন্দ্র মহন্তের স্কুল পড়ুয়া শিশু কন্যা গত মঙ্গলবার আনুমানিক সকাল ১০ টার সময় প্রাইভেট পড়ে বাড়িতে আসার পথে একই গ্রামের লম্পট আলম মিয়া(৪০) শিশুটিকে জোরপূর্বক ভূট্রা ক্ষেতে নিয়ে গিয়ে নির্যাতন ও ধর্ষন করে। এই ঘটনায় মিঠাপুকুর থানায় মামলা হয়েছে। ধর্ষক আলম মঙ্গলবার গভীর রাতে বোরকা পড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসি ও পুলিশ তাকে আটক করে।