পাঁচবিবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ধরঞ্জী ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

মোঃ আবু সুফিয়ান মুক্তার।।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ধরঞ্জী ইউনিয়ন শাখার উদ্যোগে ১৮ রমজান বুধবার রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্রশিবিরের ধরঞ্জী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সবউল মাসানী শাকিবের সভাপতিত্বে ও মোঃ রাকিবুল ইসলাম আকাশের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা মোঃ সাজেদুর রহমান সরকার সাজু। প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জয়পুরহাট জেলা শাখার সাহিত্য সম্পাদক মোঃ মুর্শিদুল আলম হিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধরঞ্জী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন দুলাল, ছাত্রশিবিরের পাঁচবিবি পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ আব্দুল মুকিত। আরো বক্তব্য রাখেন ছাত্রশিবিরের পাঁচবিবি পশ্চিম থানা শাখার সাহিত্য সম্পাদক মোঃ জাকির হোসেন ও প্রকাশনা সম্পাদক মোঃ জয়নাল আবেদীন সহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ইউনিয়নের বাছাইকৃত মেধাবী ছাত্রদের হাতে পবিত্র কুরআন শরিফ তুলে দেওয়া হয়।