উদয়পুর ও বটেরচড়ায় আগুন: ৩০ মিনিটের ব্যবধানে দুই গ্রামে অগ্নিকাণ্ড, নিঃস্ব হারুন প্রধ

মো:সজল সরকার।।
৩০ মিনিটের ব্যবধানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দুটি গ্রামে একাধিক বসতঘর ও সম্পদ। প্রথম ঘটনাটি ঘটে উদয়পুর গ্রামে, যেখানে একটি পলের পুঞ্জ সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। স্থানীয়রা জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। অন্যদিকে, বটের চড়ায় আগুনে একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরের সব আসবাবপত্র, জামাকাপড়সহ মূল্যবান জিনিসপত্র ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ঘরটি মৃত তোফাজ্জল প্রধানের ছেলে হারুন প্রধানের। স্থানীয় বাসিন্দারা জানান, আগুনের তীব্রতায় কিছুই বের করে আনা সম্ভব হয়নি, মুহূর্তেই পুরো ঘর ধ্বংসস্তুপে পরিণত হয়। দুই গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে আগুন অনেকটাই ক্ষতি করে ফেলে। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়, তবে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস বিষয়টি তদন্ত করে দেখছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন নিঃস্ব হয়ে পড়েছে এবং পুনর্বাসনের জন্য সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন।