মাস ব্যাপী ২০০-৩০০ অসহায়, দুস্থ ও শ্রমজীবী মানুষের জন্য ইফতার আয়োজন করেছে ইয়ুথ সান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫
সৌভিক পোদ্দার।।

দীর্ঘ এক বছর ঘুরে রহমত, মাগফিরাত এবং নাজাতের সওগাত নিয়ে আবারো এসেছে পবিত্র মাহে রমজান। খোশ আমদেদ মাহে রমজান, আল্লাহ তাআলার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা সময়। প্রতিবছরের নেয় এই বছরও ঝিনাইদহ উজির আলী স্কুল ঈদগাহ মাঠে ২০০-৩০০ অসহায়, দুস্হ ও সকল পেশার শ্রমজীবি মানুষের জন্য বিনামূল্য ইফতার আয়োজন করছে ইয়ুথ সান বাংলাদেশ নামক সংগঠন টি। ইয়ুথ সান একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন। সরেজমিনে গিয়ে দেখা যায়, দ্রব্য মূল্যের এই বাজারে মাহে রমজানের প্রত্যেক টা দিন ফ্রী ইফতার করাছে সংগঠন টি। রমজানের ১ম দিন থেকে অসহায় দুস্হ মানুষের খাওয়াচ্ছে তারা। কেউ শহরে ভ্যান, রিকশা ইজিবাইক চালান অথবা কেউ মেসের খালা। আবার আসেন ভিহ্মা বৃওি করতে। প্রতিদিনই সারিবদ্ধভাবে ঝিনাইদহ উজির আলী স্কুল ঈদগাহ মাঠে ইফতার করে। দ্রব্যমূল্যের এই বাজারে যাদের একবেলা খাবার জোগাড় করতে হিমশিম অবস্থা। তারা সবজি খিচুড়ি, মুরগীর মাংস দিয়ে খিচুড়ি দিয়ে পেটভরে ইফতার শেষ করে ফেরেন আপন ঠিকানায়। ইফতার করতে আসা ভ্যান চালক রাশেদ সে একজন প্রতিবন্ধী,ঝিনাইদহ শহরে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে জীবিকা নিবাহ করে। আমরা খুবই খুশি প্রতিদিনই আমরা এখানে বিনামূল্যে ইফতার করতে পারি ।ভাইদের জন্য দোয়া করি। কালাম মিয়া এক ইজিবাইক চালক বলেন, শহরের বাইরে থেকে এসে ইজিবাইক চালিয়ে আবার জমা দিয়ে যাই। কথনও না খেয়েও সেহরি করে বেরিয়ে পরি পেটের ধান্দায়। সেখানে এমন ইফতারি আয়োজন করে যারা তাদের ধন্যবাদ জানাই। ইয়ুথ সান ঝিনাইদহ জেলার আহবায়ক সৌভিক পোদ্দার জানান, আমরা সারা শহরে ঘুরে ঘুরে ফ্রি ইফতারির দাওয়াত দেই প্রতিদিন। দুস্থ, অসহায় নারী পুরুষরা সময় মতো চলে আসেন উজির আলী মাঠে। তিনি আরো বলেন, আমি এই কাজ করে পরিতৃপ্তি পাই এবং তিনি বলেন সমাজে যারা উচ্চবিত্তশীল মানুষ আছে তাদেরকে এই কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। কোনোদিন সবজি খিচুড়ি, আবার মুরগির ঝোল দিয়ে খিচুড়ি, আবার কথনও সাদা ভাত দিয়ে মুরগির গোস্ত। বেশিরভাগই ভাতের আইটেম থাকে আমাদের। শ্রমজীবী মানুষের জন্য এমন আয়োজন সম্পর্কে জানতে চাওয়া হলে ইয়ূথ সানের প্রতিষ্ঠাতা পরিচালক মাকিবুল হাসান বাপ্পী বলেন, ছিন্নমূল শ্রমজীবী মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই আমাদের সংগঠনটির জন্ম। বিগত বছরগুলোতে ঝিনাইদহে বিনামূল্যে ইফতার আয়োজন সফলতার সাথে সম্পন্ন করেছি। এ বছরের আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা একান্ত কাম্য। আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।