কয়রায় কৃষক মৈত্রী কো-অপারেটিভ সোসাইটির সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

অরবিন্দ কুমার মণ্ডল।।

খুলনার কয়রায় মৈত্রী এ্যাগ্রো কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে ও কোস্ট ট্রাস্টের সহযোগীতায় আলোচনা সভা অনুষ্ঠিত ও যুব কৃষক কমিটি গঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বেদকাশী কলেজিয়েট স্কুলের হলরুমে কয়রা সদর ইউনিয়নের ইউপি সদস্য ও কয়রা ইউনিয়ন কৃষি মৈত্রী কো-অপারেটিভ সোসাইটির সভাপতি শেখ সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের উত্তর বেদকাশী ইউনিয়ন শাখার সভাপতি হরষিত মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কয়রা উপজেলা সমবায় কর্মকর্তা তানভীর মাসুদুল আলম। বেদকাশী কলেজিয়েট স্কুলের সহ-শিক্ষক গোপাল মন্ডল, সংগঠনের বাগালী ইউনিয়ন শাখার সভাপতি লুৎফর রহমান, মহারাজপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা প্রমুখ। সভাপতি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশকে কৃষিতে স্বনির্ভরতা অর্জন করতে হলে মাঠ পর্যায়ে শিক্ষিত যুবকদের এগিয়ে আসতে হবে। কৃষিক্ষেত্রে তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। এই কমিটির মূল লক্ষ্য হবে কৃষি খাতে যুবকদের সম্পৃক্ত করা,আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ঘটানো, কৃষিক্ষেত্রে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা। নবগঠিত কমিটি যুবকদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষির উন্নয়ন ত্বরান্বিত করতে কাজ করবে। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে কয়রা উপজেলার ৭টি ইউনিয়নের শিক্ষিত যুবকদের সমন্বয়ে ৯ সদস্য বিশিষ্ট “কয়রা যুব কৃষক কমিটি” গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, ষসভাপতি রামকৃষ্ণ মণ্ডল, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক স্বস্তিকা পূজা, কোষাধ্যক্ষ ঐশ্বর্য মণ্ডল, সাংগঠনিক সম্পাদক রসুল গাজী, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক কবিতা রানী মুন্ডা, সদস্য দীপা খাতুন, সুরাইয়া আক্তার ও মরিয়ম খাতুন। উক্ত সভায় কৃষক মৈত্রী কো-অপারেটিভ সোসাইটির সকল ইউনিয়নের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।