সুন্দরগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫ মোঃ নুরুন্নবী মিয়া।। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রামে বৃহস্পতিবার দুই শিশু খেলতে গিয়ে পুকুরে পড়ে পানিতে ডুবে মৃত্যু হয়। মৃত দুই শিশু উপজেলার দক্ষিণ সীচা গ্রামের মহিদুল ইসলামের ছেলে মোরছালিন(৫) ও নাহিদ ইসলামের ছেলে মমিন। স্থানীয়রা জানান মহিদুল ইসলামের বাড়ির প্রায় পাঁচশ গজ দুরে অরক্ষিত একটি পুকুর পাড়ে তিন শিশু খেলতে গিয়ে দুই শিশু পুকুরের পানিতে পড়ে যায় সাথে থাকা অপর শিশু মাহি বাড়িতে সংবাদ দিলে বাড়ির লোকজন এসে তাদের মৃত অবস্থায় পানি থেকে তুলে আনেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন শিশুরা খেলতে গেলে অভিভাবকদের খেয়াল রাখা উচিত এতে করে দুর্ঘটনা এড়ানো সম্ভব। SHARES সারা বাংলা বিষয়: