আল জামিয়াহ আত ত্বাইয়িবার সুধি সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

মাহফুজুর রহমান।।

দিনাজপুরের ঘোড়াঘাটে আল জামিয়াহ আত ত্বাইয়িবার এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুধি সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২২ মার্চ) বিকেল ৫ টায় উপজেলার আল জামিয়াহ আত ত্বাইয়িবা মাদ্রাসা ময়দানে আলোচনা সভায় মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হাসান মোহাম্মদ সালাউদ্দিন এর সভাপতিত্বে ও আলহাজ্ব মোহাম্মদ আলিমুদ্দিন এর সহ-সভাপতিত্বে এবং শায়খ হাফেজ আহসান হাবীব আল মাদানী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মো: রফিকুল ইসলাম । অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এস এম মনিরুল ইসলাম, অধ্যক্ষ ঘোড়াঘাট ডিগ্রী কলেজ, ডা: মো: আশরাফুল আলম, বিশিষ্ট সমাজসেবক ও পরিচালক সোনারপাড়া ক্লিনিক, আব্দুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মধ্যম মাগুরা কাঠালপাড়া উচ্চ বিদ্যালয়, ডা:মো: ইমামুদ্দিন বিন আবুল বাসির, পরিচালক ইয়াসির আলী সালাফি কমপ্লেক্স, রাজশাহী, শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রহিম, পিএইচডি গবেষক রাজশাহী, শায়খ হাফেজ মোহাম্মদ আফান উল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলামায়ে কেরাম, মাদরাসার শুভাকাঙ্ক্ষী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্রদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উল্লেখ্য প্রতিষ্ঠাকালীন এরপর থেকেই আরবি ইংলিশ মিডিয়াম এর সমন্বয়ে শিক্ষাদানের ক্ষেত্রে অত্র এলাকায় বেশ সুনাম অর্জন করেছে।