কয়রায় সার্বজনিন মানবতার বন্ধু সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

অরবিন্দ কুমার মণ্ডল।।
কয়রা উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন  সার্বজনীন মানবতার বন্ধু সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ মার্চ শনিবার বিকাল ৫ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ, ব,ম,আঃ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ তৈয়বুর রহমানের পরিচালনা এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ,এম শাহাবুদ্দিন আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান এইচ,এম হুমায়ুন কবির, কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আবু বকর ছিদ্দিক, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়ার ওয়ারেন্ট অফিসার জিএম  আনোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, এসএমএ রউফ, ইমতিয়াজ উদ্দিন, ফরহাদ হেসেন,
ফায়ার সার্ভিসের মোঃ আহাদ আলী, মাওলানা আশরাফুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা আবু দাউদ,. ইউপি সদস্য আবু হাসান, সংগঠনের সদস্য  প্রভাষক আকবার হোসেন, আশিকুজ্জামান, হাফেজ মাওলানা আফজাল হোসেন, হাফেজ আসিফ ফয়সাল,রুয়েট শিক্ষার্থী তাওহিদুল ইসলাম ফাহিম, ইবির শিক্ষার্থী আঃ রহমা প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন আল হেরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আয়ুব আলী। ইফতার মাহফিলে সংগঠনের সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।