ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে ঈশ্বরগঞ্জ বিক্ষোভ মিছিল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

রবিন ঈশ্বরগঞ্জ।।

ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলা ও ভারতে মুসলিমদের ওপর আগ্রাসনের প্রতিবাদে ঈশ্বরগঞ্জ বিক্ষোভ মিছিলটি করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল ফজল, সহ-সভাপতি হাফেজ আহম্মদ আলী, মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আযীযী, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক। বিক্ষোভ মিছিলে শেষে বক্তারা বলেন, ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলা ও ভারতে মুসলিমদের ওপর আগ্রাসন বন্ধ করতে হবে। পবিত্র রমজান মাসে বিশ্বাস ঘাতক অভিশপ্ত ইহুদী কর্তৃক যুদ্ধ বিরতি লঙ্ঘন করে নিরিহ ফিলিস্তিনিদের উপর বর্বোরোচিত হামলা ও ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠি কর্তৃক মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে। (২১ মার্চ) শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার মার্কাজ মসজিদ থেকে মিছিল শুরু হয়। এ সময় বিভিন্ন শ্লোগান হয়। পতাকা হাতে নিয়ে মিছিলে অংশ নিতে দেখা যায় মুসল্লিদের। মিছিলটি ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের সামনে থেকে বের হয়ে। শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।