চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়িক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয় চট্টগ্রাম ষোলশহর

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫
বাবলু নন্দী।।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ডা: শাহাদাত হোসেন বিএনপি। প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বলেন চট্টগ্রাম নগরের ষোলশহরের চিটাগাং শপিং কমপ্লেক্স কে উন্নত ব্যবসায়িক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন, রবিবার ২৩ মার্চ। তিনি এও বলেন ব্যবসায়ীদেরকে চিটাগাং শপিং কমপ্লেক্স আপনারা যে সব সমস্যার কথাগুলো বলেছেন সেগুলোর সমাধান আমি ব্যক্তিগতভাবে দেখব। মেয়র বলেন রমজানের শিক্ষায় আমরা যদি নিজেকে শুদ্ধ করতে পারি, তবে আমাদের সমাজে অবিচার দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখতে পারব। এ সময় উপস্থিত ছিলেন চিটাগাং শপিং কমপ্লেক্সের দোকান কর্মচারী সমিতির সভাপতি মোঃ ফজলুল হক (জাবেদ) সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাক সুদূর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ আশরাফ মোঃ ইসমাইল উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।