ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

শেখ মাসুম বিল্লাহ।।

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাট রামপালে সদর ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলাম যুব বিভাগের আয়োজনে ইসলামী রেনেসাঁর কবি মতিউর রহমান মল্লিক স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আজ ২২ রমজান ২৩ মার্চ রবিবার বিকাল ৪ টার সময় শ্রীফলতলা পাইলাট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামপাল সদর ইউনিয়নের যুক বিভাগের সভাপতি মোঃ সাব্বির রহমান ও সঞ্চালনা করেন বাংলাদেশ জামাত ইসলামের সদর ইউনিয়নের অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামাত ইসলামের বাগেরহাট জেলার নায়েবে আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য এ্যাড. মাওঃ শেখ আঃ ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন – বাংলাদেশ জামাত ইসলামের বাগেরহাট জেলার সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ ইকবাল হোসাইন। আর উপস্থিত ছিলেন – রামপাল উপজেলার যুব বিভাগের সভাপতি মোঃ আসাদুজ্জামান ও রামপাল সদর ইউনিয়নের সেক্রেটারি মোঃ সেরোয়ান শেখ, হাফেজ মাওলানা ক্বারী মিরাজ মাহমুদ প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বলেন- বাংলাদেশ ১৯৭১ সালে যুবকদের হাত ধরে স্বাধীনতা অর্জন করে এবং ২৪ শে স্বৈরাচারী সরকারের পতন যুবকদের হাত ধরে নতুন স্বাধীনতা অর্জন করে। বাংলাদেশ জামাত ইসলাম একটি পরিপূর্ণ মানুষ হিসেবে এবং ইসলামের আদর্শে গড়ে তোলেন। সকল যুবককে একসাথে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি কামনা ও মজলুম ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করা হয়। ইফতার মাহফিলে বিভিন্ন ওয়ার্ল্ড থেকে যুবকরা উপস্থিত থাকে।