বগুড়া কাহালুতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে ধান বীজ, তিলের বীজ,ও সার বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫
মোঃ আবু সাঈদ।।
বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪- ২০২৫ অর্থ বছরে খরিফ ০১ / ২০২৪- ২০২৫ মৌসুমে ২৭০ জন কৃষকদের মাঝে উফশী আউশ ধান এবং ২০ জন কৃষকদের মাঝে তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন চত্বরে অডিটোরিয়াম হল রুমে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসাঃ জান্নাতুল ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লীউন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মীর কাসেম আলী,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ তানভীর হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইফতেখার রাসুল সিদ্দিক, উপসহকারী কৃষি অফিসার উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মাসুদ রানা আকন্দ, তপন কুমার রায় সহ প্রমূখ। উল্লেখ্য যে পৌর সভা,ও উপজেলার ৯ টি ইউনিয়নে খরিফ মৌসুমে মোট ২৭০ জন কৃষক – কৃষাণীকে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ , ডি,এ,পি ১০ কেজি, এম,ও পি,১০ কেজি, এবং ২০ জন কৃষকদের মাঝে ১ কেজি তিল বীজ, ডি,এ,পি,১০কেজি,এম,ও পি ৫ কেজি, করে প্রদান করা হয়েছে। আর এ সময় উপসহকারী কৃষি অফিসার ও কৃষক / কৃষাণীরা উপস্থিত ছিলেন।