ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়, দোয়া ও ইফতার মাহফিল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

সৌভিক পোদ্দার।।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহ জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার ঝিনাইদহের মহিষাকুন্ডু বটতলা আলহাজ্ব মশিউর রহমান হাফিজিয়া মাদ্রাসা মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঝিনাইদহ-২ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ডা: মোঃ ইব্রাহীম রহমান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আব্দুল আলিম। এছাড়াও বিএনপি’র কয়েকশো নেতা কর্মী এসময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমরা সবাই দোয়া করবো। সেই সাথে ঝিনাইদহ-২ আসনে চার বারের সাবেক এমপি মশিউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করব। বক্তারা বলেন, মশিউর রহমান এমনই একজন ব্যক্তি ছিলেন ছোট কোনো বাচ্চা সামনে পড়লেও তিনি সবার আগেই সালাম বিনিময় করতেন।