চৌহালীর উপজেলার স্থল ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

এইচ এম হক।।

চৌহালী উপজেলার স্থল ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদুল ফিতর উপলক্ষে বন্যা ও অন্যান্য দুর্যোগে আক্রান্ত দুস্থ ও অতিদরিদ্র ১৮শ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবু হুরায়রা, যিনি ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন। চাল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা। তারা সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচির প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. সেলিম হোসেন বলেন, “সরকার সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। ঈদুল ফিতর উপলক্ষে এই চাল বিতরণ কার্যক্রম তারই অংশ। আমরা চাই, কেউ যেন অভুক্ত না থাকে এবং সবাই আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে। চাল পেয়ে সুবিধাভোগী অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা পেয়ে নিজেদের কষ্ট কিছুটা লাঘব হয়েছে বলে জানান।