নবাবগঞ্জে গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৫
মাহফুজুর রহমান ।।

দিনাজপুরের নবাবগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভুমি) রেজাউল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে, আনোয়ারুল আজিম, আহসান হাবিব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী রেজাউল ইসলাম, বীরমুক্তি যোদ্ধা দবিরুল ইসলাম, হাসান আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সুধীজন ও সাংবাদিক উপস্থিত ছিলেন।