২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মরণে নোয়াখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৫ মোঃরিয়াজুল সোহাগ, জেলা প্রতিনিধি নোয়াখালীঃ নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ স্মরণে এক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার ইসতিয়াক আহমেদ, জেলা প্রশাসক, নোয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক, পুলিশ সুপার, নোয়াখালী। সভায় সভাপতিত্ব করেন মুহাম্মদ ইসমাঈল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নোয়াখালী। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের গণহত্যার নির্মম চিত্র তুলে ধরেন এবং মহান মুক্তিযুদ্ধের অবদান ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। মুক্তিযোদ্ধারা তাদের স্মৃতিচারণের মাধ্যমে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: