চট্টগ্রাম শপিংমলে নারীদের হয়রানি ও ইভটিজিং দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২৫ রিপোর্টার :মে:হিমেল চট্টগ্রামের বিভিন্ন শপিং মলে সেলসম্যান/মালিক কতৃক নারীদের হ’য়’রা’নি, ই’ভ’টি’জিং এর মতো ঘটনা ঘটছে নিয়মিত। গতকাল নগরীর আফমি প্লাজার ৩য় তলায় “ZAANAT” নামে এই জুতার দোকানে হ’য়’রা’নি’র শিকার হন মা-মেয়ে। ভুক্তভোগীর বক্তব্য:- ❝ আজকে আফমি প্লাজার থার্ড ফ্লোরে আমরা ‘Zannat’ নামের একটা দোকানে যায় এবং সেখানে একটা জুতা পছন্দ হয় আমাদের। আমরা জুতার দাম জিজ্ঞেস করলে ৩ হাজার দাম দেওয়া হয়। আমি ১.৫ হাজার দাম দেই। উনি রাজি নাহলে আমরা বের হয়ে যায়। আমরা বের হয়ে আসার সময় দোকানের স্টাফ বলে, “যা পড়ে আসছে ওগুলো ও লোকাল জিনিস খুঁজতেসে লোকাল” এটা নিয়ে আমরা তর্কাতর্কিতে গেলে দোকানের স্টাফগুলো আমাদের গায়ে আসতে চায় হা’ত তোলার জন্য এন্ড আামার আম্মুকে “ফা’ল’তু মহিলা” ডাকে. এক পর্যায়ে আসে পাশে মানুষ জমা হয় আর কিছু ভাইয়া আমাদের সাপোর্টে কথা বললে তাদের সাথেও হাতাহাতি করে স্টাফগুলো. তারপর আমাদেরকে শান্ত করে মালিক সমিতির কাছে নিয়ে যাওয়া হয়. সেখানে মালিক সমিতির একজন প্রতিনিধি আসেন এবং তাকে আমরা সব ঘটনা খুলে বলি.. তারপর তিনি আমাদের থেকে ক্ষমা চান। তখন আমরা বলি,”আামরা আপনার ক্ষমা চায় না, আমরা ওই accused দের ক্ষমা চায়”। তখন তিনি বললেন যে,ওরা ক্ষমা চাইবে না আপনি কি করবেন করেন.. তখন আমরা প্রশাসনের সাহায্য নিব বললে সেই লোকটা বলে যে, তোরা এখন উলঙ্গ হয়ে ঝগড়া করলে তো আমার কিছু করার নাই এবং আমাদের পক্ষে যে দুইটা ভাইয়া কথা বলতে গিয়েছিল তাদের সাথেও বাজে ব্যবহার করা হয়. শেষমেষ ৩টা বেজে যাওয়ায় এবং আমরা ৩জন একা মেয়ে থাকায় কোন সমাধান ছাড়াই ফিরে আসতে হয় আমাদের.. totaly unexpected from such a renowned place❞ আশা করছি শপিং মলের মালিক সমিতি এই ব্যাপার গুলো গুরুত্বের সাথে দেখবেন। ঈদের কেনাকাটা হোক নিরাপদ। বিশেষ দ্রষ্টব্য :গত কাল ঘটে যাওয়া ঘটনা। SHARES সারা বাংলা বিষয়: