গুরুদাসপুরে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

এস এম পারভেজ তালুকদার।।

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গুরুদাসপুর উপজেলার পক্ষ থেকে সকাল ৮ ঘটিকায় ৫নং ধারাবারিষা নয়াবাজার বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর গুরুদাসপুর উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। আরও উপস্থিত ছিলেন, ওমর আলী শেখ, সাবেক সাধারন সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি, মোহাম্মাদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি, মাওলানা নূরুল ইসলাম, আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা কৃষকদল, মনিরুজ্জামান হেনা, সাবেক সভাপতি, ধারাবারিষা ইউনিয়ন বিএনপি, শাহীন কাওছার, সাবেক সাধারন সম্পাদক, ধারাবারিষা ইউনিয়ন বিএনপি, মোঃ রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি, মশিন্দা ইউনিয়ন বিএনপি, আলাউদ্দিন আলী, সিনিয়র সহ-সভাপতি, মশিন্দা ইউনিয়ন বিএনপি, রাজু আহম্মেদ, সভাপতি, খুবজিপুর ইউনিয়ন বিএনপি, দোরাপ আলী সরকার, সাবেক সভাপতি, খুবজিপুর ইউনিয়ন বিএনপি, প্রমুখ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শ্রন্ধাঞ্জলি শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় ও সকল শহীদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয়।