কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

আসাদুজ্জামান।।

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। কুড়িগ্রাম কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে সূর্যোদয়ের সাথেসাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর শহীদ বেদিতে একে একে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, জেলা পুলিশ, সদর উপজেলা পরিষদ, জেলা বিএনপি, জাতীয় নাগরিক কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, বীরপ্রতীক আব্দুল হাই, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, জাতীয় নাগরিক কমিটির সংগঠক রাশেদুজ্জামান তাওহীদ,  মুকুল মিয়া, মোজাম্মেল হক বাবু প্রমুখ।