কেন্দুয়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫ কোহিনূর আলম।। নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৫ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা অডিটোরিয়ামে (কেন্দুয়া) এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয় । জাতির শ্রেষ্ঠ সন্তান মোট ৩শত ২জন মুক্তিযোদ্ধাকে এ সংবর্ধনা দেয়া হলেও এর মধ্যে ১৩৩ জন জীবিত ও ১৬৯জন মৃত । উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল হক, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মজনু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ ফারুকী, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান সাগর, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আফতাব উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল কদ্দুস খন্দকার লালচান, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা তাঁতি দলের সভাপতি মোঃ আব্দুর রহমান বিশ্বাসসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, তাঁদের পরিবারের সদস্য এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । এর আগে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় । SHARES সারা বাংলা বিষয়: