বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগ্ননাথ বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক হিমেলকে সংবর্ধনা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫
রাখী গোপাল দেবনাথ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জগ্ননাথ বিশ্ববিদ্যালয় শাখার  আহবায়ক  কৃতীসন্তান  মেহেদী হাসান হিমেলকে  নিজ এলাকা কিশোরগঞ্জের নিকলীতে সংবর্ধনা প্রদান করে নিকলী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবারব( ৫ এপ্রিল) বিকাল ৪ টায় নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে  সংবর্ধনা  অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল ও ডেপুটি এটর্নি জেনারেল জামিউল হক ফয়সাল।
প্রধান অতিথি শেখ মুজিবুর রহমান ইকবাল বর্তমান অন্তবর্তীকালীন সরকার কে উদ্দেশ্য করে বলেন, মাটিফিরায়ানি খেয়ে জামাই যখন নিজ বাড়িতে না যায়,  তখন তারা ঘরজামাই। আপনারাও নতুন জামাইয়ের মত মাটিপিরায়ানি খাচ্ছেন। সময় থাকতে চলে যান। ঘরজামাই থাকার দরকার নাই। না হলে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিসহ আপামর জনগন আপাদের বিরুদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। তাড়াতাড়ি নির্বাচন দেন।
উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক হৃদয় হাসানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রনি আহমেদের সঞ্চালনায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনজুরুল ইসলাম মনির, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ আল মোস্তফা, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ান রহমান ওয়াকিউর, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নিশাত, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম,  উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, উপজেলা জিসাসের আহ্বায়ক মো: মিয়া হোসেন,ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আষাঢ় মাহমুদ ও ছাত্রদলের সিয়াম হাসান অক্ষয়,  মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজের ছাত্রদলের আহ্বায়ক সাকিবুল ইসলাম সাকিব,  উপজেলা বিএনপির সদস্যরা ও  অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
এ সময় বক্তারা শহীদ জিয়ার আদর্শকে ধারন করে আগামীতে সুন্দর একটি নিকলী গঠন করার লক্ষ্য ছাত্রদলের নেতাকর্মীদের সুশৃঙ্খল ভাবে দেশের জন্য কাজ করার আহবান জানান।