ঈশ্বরগঞ্জে যাত্রীবাহি বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রী নিহত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫

মো: রবিন মিয়া।।

ঈশ্বরগঞ্জে যাত্রীবাহি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী নুসরাত জাহান (১৫) মরিয়ম আক্তার (৪০) ও রাকিব হাসান (২২)। দুর্ঘটনায় নিহত হয়েছে। আরও দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন। সরেজমিনে সোমবার (৭ ত্রপ্রিল/২৫) ঈশ্বরগঞ্জে যাত্রীবাহি বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও অন্তত ৩/৫ জন। ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মোসা: নুসরাত জাহান তন্নি পিতা – মিজানুর রহমান মাতা- খোরশেদা আক্তার তানিয়া গ্রাম- আশ্রবপুর, ঈশ্বরগঞ্জ সদর,ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের হারুয়া এলাকার কাছে নিজ বাড়ির সামনে নামার কয়েকগজ আগেই শেরপুরগামী সুদিপ্ত-প্রিয়ন্তি পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। আহত অবস্থায় চালক ও যাত্রীদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় স্কুলছাত্রী নুসরাত জাহানকে ডাক্তার মৃত ঘোষণা করেন। আনুমানিক বেলা ১.০০ ঘটিকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু বরন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.এরশাদুল আহমেদ মহাসড়ক চলাচলের উপযোগী করে দেওয়া হয়। এলাকাবাসীর দাবি, হারুয়া বাজারসংলগ্ন এলাকাটি অধিক ঝুঁকিপূর্ণ, তাঁরা জায়গাটিতে গতিরোধক দেওয়ার দাবি জানান। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছি। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু বরন করেন। নুসরাত জাহান তন্নি আমরা তাহার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।