ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫

শেখ ফরিদ আহমেদ।।

ফিলিস্তিনে নিরস্ত্র মানুষের ওপর গত ১৭ মাস ধরে চালানো ইতিহাসের নির্মম গণহত্যার প্রতিবাদ, ইসরাইলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতিরোধ গড়ে তোলার দাবি নিয়ে প্রেসক্লাব গোপালগঞ্জ-এর সামনে জড়ো হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ। গোপালগঞ্জের বিভিন্ন সংগঠন তাদের ব্যানার হাতে সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে মানববন্ধন শেষে শান্তিপূর্ণ বিক্ষোভ পালন করেন। এ সময় অনেকের হাতে স্বাধীন ফিলিস্তিনের পতাকা এবং ইসরাইলি পণ্য বর্জনের স্লোগান লেখা প্লাকার্ড দেখা গেছে। এ সময় বিক্ষোভকারীরা ইসরাইলি পণ্য বয়কট করে তাদের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার আহ্বানও জানান। সোমবার বেলা ১১টায় নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচির অংশ হিসাবে জেলার বিভিন্ন স্কুল, কলেজ, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ধর্মপ্রাণ তৌহিদি জনতা, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ এ বিক্ষোভ কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের ওপর নৃশংসতা চালানো হচ্ছে। বর্বর এই হামলায় পাখির মতো মরছে মানুষ। কিন্তু জাতিসংঘ সহ বিশ্ব মোড়লেরা এ নিয়ে কোনো প্রতিবাদ করছে না। আমরা এই মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসরাইলের বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে এখনই সময় বিশ্বের মুসলিম সম্প্রদায়কে এক হয়ে ফিলিস্তিন স্বাধীন করার। অন্যথায় লুণ্ঠিত হবে বিশ্ব মানবতা। এ সময় বিক্ষোভকারীরা ইসরাইলি পণ্য বয়কট চাই, বয়কট চাই, জেগেছে রে জেগেছে, মুসলিম বিশ্ব জেগেছে, ইসরাইলের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন। বক্তারা আরও বলেন, নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর বর্বরোচিত হামলায় নারী, শিশু, বৃদ্ধ কেহই রেহাই পাচ্ছে না। বছরের পর বছর এমন বর্বরোচিত হামলা হলেও জাতিসংঘ সহ বিশ্ব মোড়লরা চুপচাপ রয়েছেন। বিশ্ব বিবেকের এমন নীরবতা পৃথিবীর সকল মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যদি জাতিসংঘ ইসরাইলের এই হামলা বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে তবে বিশ্ব মুসলিম জিহাদ করে ইসরাইলকে সমুচিত জবাব দেবে। উপস্থিত বক্তারা আফ্রিকান ইউনিয়ন ইজরায়েলের কুটনৈতিক সম্পর্ক ত্যাগের জন্য অভিনন্দন জানিয়ে বিশ্ব মুসলিম উম্মাহকে জাগ্রত হওয়ার পাশাপাশি ইসরাইলি পণ্য বয়কটের আহ্বানও জানান ।