গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নাসিরনগরে ইসলামি সংগঠণ ও সর্বস্তরের জনতার বিক্ষোভ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫ মোঃ সাইফুল নাসির।। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ফিলিস্তিনের ‘ওয়ার্ল্ড স্টপ ফর গাজা’ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ খেলাফত মজলিস ও উপজেলার সর্বস্তরের জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন। সোমবার (৭ এপ্রিল) বেলা ২ টার দিকে নাসিরনগরে বাংলাদেশ খেলাফত মজলিস সহ উপজেলার সর্বস্তরের জনতার অংশ গ্রহনে কলেজ মোড় এলাকা থেকে মিছিলটি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাসিরনগর স্থানীয় শহীদ মিনার এলাকায় সমাবেশ করেন। বিক্ষোভে ক্ষুব্ধ জনতা ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াই করার জন্য আহ্বান জানান। এ সময় তারা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’, ‘ওয়ান টু থ্রি ফোর. ইসরায়েল নো মোর’সহ নানা স্লোগান দেন। বক্তারা প্রশ্ন তুলে বলেন, ‘গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে সেটা কি বিশ্ববাসী দেখছে না? আজ জাতিসংঘ কোথায়? মানবাধিকার কোথায়? আমরা ফিলিস্তিনের কর্মসূচির সমর্থনে এখানে দাঁড়িয়েছি। অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে।’ বক্তৃতা শেষে ফিলিস্তিনিদের জন্য দোয়া মুনাজাত করা হয়। SHARES সারা বাংলা বিষয়: