ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে নীলফামারীর ডিমলায় ছাত্রদলের এক বিক্ষোভ ও মানব বন্ধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২৫

মো:ফরিদুজ্জামান।।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আশিকুর রহমান আকিক এর নেতৃত্বে এক বিক্ষোভ ও মানব বন্ধন করেছে ডিমলা উপজেলা ছাত্রদল । মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ছাত্রদলের এ বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সাধারন শিক্ষার্থীরাও বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা ছাত্রদলের ফরিদুজ্জামান, সাকিব, ইয়াহিয়া, মাসুম,ইমরান,সিয়াম,প্লাবন,মোসলেম,লিখন সহ আরও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। ছাত্রদলের আশিকুর রহমান আকিক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে আজকের এই ডিমলা উপজেলা ছাত্রদলের বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচি থেকে ইসরায়েলের এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, অতি দ্রুত ফিলিস্তিনের উপর ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। আমরা দেখছি সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত। আমরা মুসলিমদের একত্র হতে হবে। আমাদের মুসলিম দেশগুলোকে জাগাতে হবে। এখন ফিলিস্তিনের ওপর হামলা হত্যা চলছে, কিছুদিন পর দেখবেন আপনাদের ওপর হামলা হবে। আমাদের সরকারের প্রতি আহ্বান, বাংলাদেশ থেকে ইসরায়েলি হামলা ও গণহত্যার আনুষ্ঠানিক প্রতিবাদ করতে হবে। আজকের বিক্ষোভ ও মানব বন্ধন থেকে বাংলাদেশ সরকার কে আরও জানিয়ে দিতে চাই বাংলাদেশে ইসায়েলি সব পণ্য বর্জন করতে ।